top of page

জাগ ভেলকি লাগ ভেলকি

‘জাগ ভেলকি লাগ ভেলকি’ বইয়ের নাম। ছড়ার বই।নাম শুনেই দোলা লাগে-- ছন্দের দোলা।

জাগ ভেলকি লাগ ভেলকি

আর ছোটরা খেলবে ছুটবে পেরোবে সাগর ডিঙোবে পাহাড়-- পড়াশোনার ঘেরাটোপেই কেবল বন্ধ হয়ে থাকবে না ছোটদের মতোই লেখকও তা চান। ছোটদের এসব নানা ইচ্ছে ধরা পড়েছে ছড়াগুলিতে। তাই নিয়েই ‘জাগ ভেলকি লাগ ভেলকি’।

bottom of page