top of page

তুতুল, মিতুল, রাতুলেরা

পনেরটা গল্পের সংকলন ‘তুতুল মিতুল রাতুলেরা’ নামের বইটি। ২০০২এর জানুয়ারিতে কলকাতা বইমেলায় প্রকাশিত।

তুতুল, মিতুল, রাতুলেরা

বইয়ের নাম একটি গল্পের অনুসারী হলেও অনেক অনেক তুতুল মিতুল আর রাতুলদের কথাই বলতে চেয়েছেন লেখক। সে কুশের মতো কল্পনাপ্রবণ এক ছেলেই হোক বা স্কুল না যেতে চাওয়া ঝিল্লিই হোক কিম্বা বকুলের মতো খুব গরিব এক মেয়ের কথাই হোক। সঙ্গে আছে দু একটি ভূতের গল্পও। আর সেইসঙ্গে গাছপালা মেঘ নদী ফুলের পাশাপাশি আছে হাঁস,ঘুঘু, দোয়েল, চড়াই, বুলবুলিরাও।এসবই ভালোবাসেন লেখক। চান ছোটরাও এদের ভালোবাসুক।

bottom of page