top of page
বেড়ালের নাম আহ্লাদি
‘বেড়ালের নাম আহ্লাদি’ বইয়ে ছোটরা পাবে নানা ধরনের গল্পের স্বাদ। স্বপ্না রায়ের বইয়ে বারে বারেই এসেছে পশু পাখি শালিক চড়াই কাক বুলবুলি বেড়ালদের কথা।
‘বেড়ালের নাম আহ্লাদি’ বইয়ে ছোটরা পাবে নানা ধরনের গল্পের স্বাদ। স্বপ্না রায়ের বইয়ে বারে বারেই এসেছে পশু পাখি শালিক চড়াই কাক বুলবুলি বেড়ালদের কথা। বেড়ালের নাম আহ্লাদি গল্পের আহ্লাদি নামের বেড়ালটার ছাদের কার্নিশে আটকে পড়া আর তাই নিয়ে বিন্নির আকুলতা ছোট বড় সব পাঠককেই ছুঁয়ে যায়।’ মিতুন আর সেই ছোট আমগাছ’ গল্পটিও আমের মতোই সুস্বাদু আর মিষ্টি। সবার ভালোলাগার মতো গল্প।
bottom of page