জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কথা তোমরা সবাই জানো। বিখ্যাত এই বাড়িতেই জন্মেছিলেন রবীন্দ্রনাথ। ঠাকুরবাড়ির আরও অনেকেই জন্মেছিলেন যাঁরা নিজের নিজের প্রতিভার আলোয় এই বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছেন। এঁদের একজন গগনেন্দ্রনাথ ঠাকুর। ১৮৬৭ সালের ১৭ই সেপ্টেম্বর জন্মেছিলেন তিনি।
গগনেন্দ্রনাথের ঠাকুরদা গিরীন্দ্রনা্থ, রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথের নিজের ভাই। তাহলে গগনেন্দ্রনাথের বাবা গুণেন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ হলেন জ্যাঠতুতো খুড়তুতো ভাই। তাই রবীন্দ্রনাথ গগনেন্দ্রনাথের কাকা, রবিকাকা। আর অবন ঠাকুর মানে অবনীন্দ্রনাথ হলেন তাঁর ভাই।
আরো আসছে ...
Comments