top of page
Writer's pictureস্বপ্না রায়

দোল মানে কী




দোল মানে কী ভাবছি বসে

দোল মানে কি খুশি…

দোল মানে কি হাজার মজা

পিন্টু বিলু টুসির!


দোল মানে কি অশোক পলাশ

বাঁধনহারা ছুটি ...

গন্ধে মাতাল দখিন হাওয়ার

অবাধ লুটোপুটি!


দোল জানে তো রাঙা হাসি

আবিরমাখা ভোর...

দোল আনে কি রামধনুর ওই

রঙিন রাখী ডোর!


দোল মানে তো রঙের ছটা

উধাও আঁধার কালো —

সবার রঙে রঙ মেশালেই

আলোয় ভুবন আলো।

125 views

टिप्पणियां


bottom of page