- স্বপ্না রায়
দোল মানে কী

দোল মানে কী ভাবছি বসে
দোল মানে কি খুশি…
দোল মানে কি হাজার মজা
পিন্টু বিলু টুসির!
দোল মানে কি অশোক পলাশ
বাঁধনহারা ছুটি ...
গন্ধে মাতাল দখিন হাওয়ার
অবাধ লুটোপুটি!
দোল জানে তো রাঙা হাসি
আবিরমাখা ভোর...
দোল আনে কি রামধনুর ওই
রঙিন রাখী ডোর!
দোল মানে তো রঙের ছটা
উধাও আঁধার কালো —
সবার রঙে রঙ মেশালেই
আলোয় ভুবন আলো।
115 views