স্বপ্না রায়Mar 6, 2020দোল মানে কীদোল মানে কী ভাবছি বসেদোল মানে কি খুশি…দোল মানে কি হাজার মজাপিন্টু বিলু টুসির!দোল মানে কি অশোক পলাশবাঁধনহারা ছুটি ...গন্ধে মাতাল দখিন হাওয়ারঅবাধ লুটোপুটি!দোল জানে তো রাঙা হাসিআবিরমাখা ভোর...দোল আনে কি রামধনুর ওইরঙিন রাখী ডোর!দোল মানে তো রঙের ছটাউধাও আঁধার কালো —সবার রঙে রঙ মেশালেইআলোয় ভুবন আলো।
দোল মানে কী ভাবছি বসেদোল মানে কি খুশি…দোল মানে কি হাজার মজাপিন্টু বিলু টুসির!দোল মানে কি অশোক পলাশবাঁধনহারা ছুটি ...গন্ধে মাতাল দখিন হাওয়ারঅবাধ লুটোপুটি!দোল জানে তো রাঙা হাসিআবিরমাখা ভোর...দোল আনে কি রামধনুর ওইরঙিন রাখী ডোর!দোল মানে তো রঙের ছটাউধাও আঁধার কালো —সবার রঙে রঙ মেশালেইআলোয় ভুবন আলো।
コメント