আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাইরে,
কর্মী হবার মন্ত্র আমি
বায়ুর কাছে পাইরে। —
সুনির্মল বসুর এ কবিতা তো তোমাদের সবার মুখস্থ, আবৃত্তিও করেছ কত, তাই না! আর এটা জানো তো যে, তিনি সারাজীবন শুধু ছোটদের জন্যই লিখে গেছেন! সাহিত্য তাঁর নেশা আর পেশা হলেও, কখনই টাকা পয়সার কথা ভেবে লেখেননি তিনি। লিখেছেন লেখার আনন্দে। ছোটদের ভালোবেসে। তাঁর ছেলেবেলাটা কেটেছে ...
Comments